Sad Facebook Status Bangla
by
Rabeya khatun
·
Published
· Updated
আমি দেখতে সুন্দর না হতে পারি,,
কিন্তু তোমার জন্য করা প্রার্থনা গুলো
সুন্দর করেই করি।
তুমি থাকলে রাতগুলো এত দীর্ঘ হতো না,,
তুমি থাকলে অজস্র কবিতা পড়া বাদ থাকতো।।
তুমি থাকলে রৌদ্র তপ্ত খা খা করা দুপুর দেখতে পেতাম না।
তুমি নেই বলেই আজ গিটারে, ভায়োলিনে সুর ওঠে
তুমি নেই বলেই আজ সিগারেটের টানে সুখ মেলে।।
এই সন্ধ্যায় দু চোখ সাগরে
বুকের পাঁজরে ভেসে যায়,,,
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।।
কখনো আকাশ পেয়ে চুপ করে,,,
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায় ,,
আশেপাশে আমি আর নেই।
Tags: facebook status banglafacebook status bangla attitudefunny facebook status banglasad facebook status bangla
You may also like...