Sad Facebook Status Bangla

আমি দেখতে সুন্দর না হতে পারি,,
কিন্তু তোমার জন্য করা প্রার্থনা গুলো
সুন্দর করেই করি।

status bangla post

 

তুমি থাকলে রাতগুলো এত দীর্ঘ হতো না,,
তুমি থাকলে অজস্র কবিতা পড়া বাদ থাকতো।।
তুমি থাকলে রৌদ্র তপ্ত খা খা করা দুপুর দেখতে পেতাম না।

status bangla post

তুমি নেই বলেই আজ গিটারে, ভায়োলিনে সুর ওঠে
তুমি নেই বলেই আজ সিগারেটের টানে সুখ মেলে।।

status bangla post

এই সন্ধ্যায় দু চোখ সাগরে
বুকের পাঁজরে ভেসে যায়,,,
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।।

status bangla post

কখনো আকাশ পেয়ে চুপ করে,,,
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায় ,,
আশেপাশে আমি আর নেই।

status bangla post

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *