Facebook Status bangla ফেসবুক স্ট্যাটাস 2024

 Facebook Status Bangla

আনকমন কিছু ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিয়ে এই সেকশন।

১) এই তুমি কি অন্য মেয়েদের সাথে চ্যাট করো?

– ইয়ে মানে সীমিত পরিসরে।

২) অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়।

৩) গৌধুলি আলোর মোহনীয়তা গায়ে মাখলেই কাব্যিক হৃদয়ে রবীন্দ্রনাথ জেগে উঠে প্রিয়!

৪) আমি উল্লাসে মেতে উঠা মুক্ত জীবনানন্দ , চষে চলেছি জীবনের সব বিস্ময়ের পটভূমি

৫) কারো গল্পে আমি নায়ক, আবার কারো গল্পের আমি খলনায়ক। তবে আমার গল্পে আমি মুক্ত জীবনানন্দ।

৬) ক্রমশ হয়ে গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি।

৭) প্রত্যাশাই মানুষকে হতাশ করে। এই সহজ ব্যাপারটাই যারা মেনে নিতে পারে না,তাদের জীবনেই যত জটিলতা।

৮) শরীরের দিক থেকে বড্ড বড় গেছি। মনের দিক থেকে এখনো বাচ্চাই রয়ে গেছি।

৯) প্রহর শেষে রাঙা আলোয় সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ

১০) মাঝেমধ্যে নিজেকে একটা জোকার মনে হয়। বাইরে থেকে হাহা হাসিখুশি আর ভিতর থেকে  হাহাকার জীবনের আক্ষেপ।

১১) তোমরে যে ভুলে চাহিয়াছে একদিন, সে জানে  তোমারে ভোলা কি কঠিন।

১২) আগে মানুষ ঘুমাইলে শরীরটা একটু রেস্ট পাইত এখন মানুষ ঘুমাইলে মোবাইলটা একটু রেস্ট পায়।

১৩) শীতল হাওয়ার পরশে তুমি থাকো কালে কিবা মহাকালে শ্রাবনের ধারা এলেই জড়িয়ে পড়ি তোমার মায়াজালে।

১৪)

নারী মা হলে করে শাসন

প্রেমিকা হলে করে শোষণ

আর বউ হলে দেয় ভাষণ

বড়ই অদ্ভুত এই নারী

১৫) সালামি দেয়না আমি বড় বলে, বিয়ে দেয়না আমি ছোট বলে।

১৬) জামাই থাকিলে সঙ্গে শীত লাগেনা অঙ্গে।

১৭) আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হইত। এখন ফকিরের ছেলেরা রাজনীতি করে জমিদার হয়।

১৮) এই বর্ষায় আবার যদি বৃষ্টি নামে, আমিই তোমার প্রথম হবো। লেপ্টে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে রবো।

১৯) GF এর বাচ্চার বাবা হতে গিয়ে মামা হয়ে যাওয়া সকল ভাইদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

আপনার যদি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস দরকার হয় তাহলে নিচের স্ট্যাটসগুলো দেখতে পারেন। স্মার্ট ফেসবুক স্ট্যাটাস হলো, খুব সুনিপুনভাবে উপস্থাপিত কোন শর্ট লেখা, যেগুলো পড়লে ও দেখলে যেকেউ আপনাকে অনেক স্মার্ট হিসাবে ধরে নিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস।

২০) ক্লাস সিক্সের মেয়েটা ব্রেকাপের পর পোস্ট দিছে! “গর্ত যখন আছে,সাপের অভাব হবেনা”

২১) হ্যা আমি বেয়াদব কারন, আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে! তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে।

২২) কালকে সবার জন্য ঈদ মোবারক হলেও আমার জন্য ঘুম মোবারক।

২৩) মা নামের যোদ্ধাকে শুধু Mothers Day তে না Others Day তেও একইভাবে ভালোবাসা উচিত।

২৪)

তুমি বসন্ত হয়ে এসেছিলে এক সন্ধার বর্ষায়

আমি হেমন্ত হয়ে তোমার চোখে শরৎ দেখেছিলাম।

আর তুমি শীত কুয়াশায় আমার ঠোঁটে রেখেছিলে গ্রীষ্মের উষ্ণতা

২৫)

তুমি হইবা চা

আমি হবো কাপ

তুমি হইবা মা

আমি হইবো বাপ

২৬) আমি ব্রিটিশ শাসন দেখিনি। তবে ৭ম শ্রেনীর মেয়ে একটা অনার্সের ছেলেকে শাসন করতে দেখেছি।

২৭) লাখ লাখ শুক্রাণু ফাইট করে একটা বাবু হয় আবার লাখ লাখ বাবু ফাইট করে একটাই জামাই হয়।

২৮) তোরা ছিলি,তোরা আছিস জানি মশারি টাঙালেও ৩/৪টা ভেতরে তোরাই থাকবি!

২৯) বান্ধবী যদি আপনাকে গার্লফ্রেন্ড খুজে না দেয় বুঝে নিবেন সে আপনাকে মনে মনে পছন্দ করে।

৩০) পোলাপান হাদিস সম্পর্কে খুব একটা না জানলেও বিয়ে করা যে ফরয এটা ঠিক জানে।

ফেসবুক ক্যাপশন

৩১) তুমি যাকে ‘দুনিয়া’ ভাবো সে তোমাকে ‘এলাকা’ তো দূরে থাক ‘চিপার গলি’ও ভাবেনা।

৩২) নো পিম্পল, গালে ডিম্পল এমন একটা সিম্পল মেয়ে চাই।

৩৩) বাসা ভাড়া নিবো ১০/১২ তালার ওপরে। যাতে অভাব আসলে ভালোবাসা পালাইতে না পারে।

৩৪) পুরুষ হয়েও যদি তোমার মুখে না থাকে দাড়ি তবে তুমি সীমিত আকারের নারী।

৩৫) কি হবে জানু’য়ারী মাস দিয়ে? যদি কাউকে “জানু” বলেই ডাকতে না পারি।

৩৬) কিছু মানুষ এত ভালো নাটক জানে মনডা চায় টিকেট কেটে খালি ওদের নাটক দেখি।

৩৭) সততার ১০ টাকা উপার্জনে যে সুখ অসততার ১০ কোটি টাকা উপার্জনেও সে সুখ পাওয়া যায়না।

৩৮) কেঁদেও শান্তি নাইরে ভাই। ২ মিনিট কান্না করলে ২ ঘন্টা মাথাব্যথা করে।

৩৯) শুন্য বিছানার থেকেও দুষ্টু বউ অনেক ভালো।

৪০) পকেটের টাকার উপর রাজত্ব যতদিন সারা দুনিয়ার উপর রাজত্ব ততদিন। টাকা নাইতো দুনিয়াও নাই।

আরো পড়ুনঃ ছেলে মেয়েদের স্টাইলিশ ফেসবুক আইডির নাম

ফানি স্ট্যাটাস বাংলা

৪১) দামী ড্রেস পরে গর্ব করার কিছুই নেই জীবনে সবচেয়ে সুখের মুহুর্ত কাটে বিনা ড্রেসে।

৪২) কি লাভ হিসাববিজ্ঞান পড়ে? যদি বাজারে মেরে দেওয়া ১০০ টাকার হিসাব আম্মুকে দিতে না পারি।

৪৩) কোনো এক শীতের রাতে তোমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলবো “ভালোবাসি”।

৪৪) টিকটকের মাইয়ারা এক ভিডিওতে সাজে হুজুর খলিফা আরেক ভিডিওতে মিয়া খলিফা

ভন্ড শালীরা!

৪৫) দুনিয়াতে সবচেয়ে বড় বারোভাতারী হলো সাবান সব মানুষের সাথে শারিরীক সম্পর্ক আছে হালার।

৪৬) নোয়াখালী-১ আসন থেকে গোসল করতে যাচ্ছি। সকলের কাছে দোয়াপ্রার্থী

৪৭) BreakUp হওয়ার পর আমার Ex স্ট্যাটাস দিলো, “ইসলামে প্রেম করা হারাম”

৪৮)

তুমি যেটা চাইলেই পাও

সেটা Allahর ডিরেকশন

তুমি যেটা চাইলে পাওনা

সেটা Allahর প্রটেকশন

৪৯)

জীবনে 69 বার প্রেমে পড়েছিলাম।

প্রতিবারই মনে হইছে

তাকে ছাড়া বাঁচবোই না

৫০) মেয়েদের প্রোফাইল লক থাকাই ভালো। কারন ডাস্টবিন বন্ধ থাকলে দুর্গন্ধ কম ছড়ায়।

৫১) মানুষের হার্টের দাম ১.৪ মিলিয়ন ডলার আর তোমরা সেটা BF/GF রে মাগনা দাও ক্যান ভাই?

৫২) ছেলেরা আসলেই অনেক অবহেলিত কারন তারা বউয়ের সাথে রাগ করে বাপের বাড়ি যেতে পারেনা।

৫৩) Yes একটি অদ্ভুত শব্দ একবার বললে সুশীল লাগে কিন্তু দুইবার বললে অশ্লীল লাগে।

৫৪) উম্মাহ দিলে করোনা ছাড়ে চুম্মাহ দিলে ঠোঁট ফাটা সারে এমন নিব্বি কই পাওয়া যাবে ভাই?

৫৫) ব্রেকিং নিউজঃ অনলাইন ক্লাসে ছাত্রকে মারতে না পেরে আইডিতে রিপোর্ট মারলো টীচার।

৫৬) শালী ছাড়া বিয়ে করা এক বন্ধুকে ব্লক দিলাম।বেঈমানের কোনো জায়গা নেই আমার লাইফে।

৫৭)

শীতে ৩ টা জিনিস ছোট হয়ে যায়

১)দিন

২)কলিজা

৩) প্রথমে যেটা ভাবছিলেন ঔটাই।

৫৮) শ্রাবন্তি আর মিথিলা জীবনে যতগুলা ছেলের স্বপ্ন ভাংগছে ওতবার স্বপ্নদোষও হয়নাই আমার।

৫৯) জীবনে কারো উপর নির্ভর থাকা মানে হলো মেঘশুন্য আকাশের দিকে বৃষ্টির আশায় চেয়ে থাকা।

৬০) শীতকাল হইলো বিড়ি টানার Bestকাল ধরা খাইলে বিড়ি ধোয়াকেও কুয়াশার ধোয়া বলে চালানো যায়।

* অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলুৃম নির্বিকারচিত্তে

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *